সবুজের প্রান্তর দেখেছি আমি- ইসলামী সঙ্গীত

সবুজের প্রান্তর দেখেছি আমি
ভ্রমরের গুঞ্জন শুনেছি আমি
অপরুপ মহিমা দিয়েছেন যিনি
স্রস্টার চেয়েও শিল্পী তিনি

ঝর্না বহে ওই সাগরপানে
পাখীরা গায় গান তোমার শানে
ঝর্না বহে ওই সাগরপানে
পাখীরা গায় গান তোমার শানে
তোমার মহিমার নেই তুলনা
তোমার মহিমার নেই তুলনা
সে কথা সকলেই জানে
সবুজের প্রান্তর দেখেছি আমি
ভ্রমরের গুঞ্জন শুনেছি আমি
অপরুপ মহিমা দিয়েছেন যিনি
স্রস্টার চেয়েও শিল্পী তিনি

পথহারাকেও পথ দেখিয়ে
নাওগো প্রভু তুমি আপন করে
পথহারাকেও পথ দেখিয়ে
নাওগো প্রভু তুমি আপন করে
তোমার গুনগান করি গো মোরা
চেয়ে থাকি তোমারই পানে
সবুজের প্রান্তর দেখেছি আমি
ভ্রমরের গুঞ্জন শুনেছি আমি
অপরুপ মহিমা দিয়েছেন যিনি
স্রস্টার চেয়েও শিল্পী তিনি

Title- সবুজের প্রান্তর।
Catagory- হামদ (গজল)
Singer – Hafizuddin Badsha
Video- Hdr (হায়দার) 
Lyrics – Tamaddun