About us

ANIBAS

 

বিসমিল্লাহির রাহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। তার পরে পরে শতকোটি দরুদ প্রিয়নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের উপর।
বর্ত্তমান যুগ ইন্টারনেটভিত্তিক, মজা করে বলা হয় কয়েক বছর পর নেট থেকে বাচ্চা ডাউনলোড করা যাবে।
আমি গজল শিল্পী মোল্লা আব্দুস সামাদ সাহেবের খুব ভক্ত। তাঁর গজলের কিছু ক্যাসেট হাতে আসে, বাকি গুলী মার্কেটে খোঁজ করেও না পাওয়াই ইন্টারনেটে search করি। কোথাও পাওয়া গেল না।

মুজাফফর আহমেদ, ফিরদোউসি খাতুন, এম ডি নুরুদ্দিন, আসলাম হাবিবের গজলওয়াজ, ইশকে হাবিব, না, কারও নেই। আরো লক্ষ্য করে দেখলাম পশ্চিমবঙ্গের নামকরা বক্তা ( গোলাম আহমেদ মোর্তুজা সাহেব, মাউলানা শওকত আলি সাহেব, মাউলানা মুহাম্মাদ আলি সাহেব, জয়নাল আবেদিন সাহেব, আমজাদ আলি সাহেব, সিদ্দিকুল্লাহ সাহেব) এদের ওয়াজ গুলীও পাওয়া যাচ্ছে না। অথচ বাংলাদেশের সবকিছুই নেটে দেদার available. অবস্থাটা ঠিক শ্রদ্ধেয় গজল শিল্পী ও আমাদের কেমিস্ট্রি টিচার জনাব হারুন হালদারের কথায়

ওপার বাংলায় বহুল প্রচলিত হলেও এপার বাংলায় বিরল।

সেই থেকে নিজেরাই কিছু করার ভাবনা মাথায় নিয়ে নিই। কয়েকজন বন্ধু মিলে এবং আরো অনেক বন্ধুর সহযোগীতায় গজল ওয়াজ গুলো সংগ্রহ করে ANIBAS (full form A New Islamic Bengali & Application Site) ওয়েবসাইট শুরু করি বেশ কয়েকবছর আগে।
এখন আল্লাহর রহমতে এই সাইটে প্রায় সব রকম গজল পাওয়া সম্ভব হয়েছে।

c27d1816_l

এতো গেল হিস্ট্রি, কিন্তু সমস্যা হল আমাদের বন্ধুদের মাঝে কারুর web design সম্পর্কে কোনো knowledge নেই। তাই আনারি হাতে wapka তে সাইট খুলেছিলাম free unlimited upload space available হওয়ার জন্য। সাম্প্রতিক হাইকোর্টে wapka ব্যান হওয়াই anibas.in সাইটটি ফেসবুকে আসছে না। তাছাড়া 9 apps এর অত্যধিক বিজ্ঞাপনের জন্য ওখানে download problem ও দেখা যাচ্ছে।
wordpress এ ভবিষ্যতে নিজস্ব host এর পরিকল্পনা রয়েছে। আশাকরি আপনার সহযোগিতা পাবো।
আমাদের সবাই নিজের নিজের কর্মজগতে ব্যস্ত। তারই অবসরের মাঝে সময় বের করে অল্প অল্প করে সাইট টা এখানে move করব। অনেকটা move হয়ে গেলে http://www.anibas.in domain টা এখানে নিয়ে চলে আসবো আশাকরি সাথেই থাকবেন।

আপনার সহযোগিতা, উপদেশ ও অনুরোধ সাদরে গ্রহণযোগ্য।
Admin panel                                                                                                                                    27.01.16

 

bookmark us www.anibas.in & anibasnet.wordpress.com keep visiting……

 


Picture Courtesy

Picture top: Asif Iqbal Khan

Picture bottom: Samir Sk

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s