প্রেম ভালোবাসা এবং কিছু প্রশ্ন

প্রেম ভালোবাসা

প্রেম ভালোবাসার পোস্টমর্টেম

প্রশ্নঃ ইসলামে girlfriend, boyfriend প্রেম করা জায়েজ কিনা???

উত্তরঃ এটা আমাদের সবার মনে রাখা দরকার যে- সেইসব কিছু যা ভালো তাই ইসলামে জায়েজ আর যা খারাপ ও হার্মফুল সেগুলো সব ইসলামে নাজায়েজ হারাম।

প্রথমে দেখি bf gf দের প্রেম, সাথে ঘুরাঘুরি এগুলো ভালো নাকি খারাপ ???

যদি ভালো হয় তাহলে-
১) ছেলেমেয়েরা লুকিয়ে কেন পার্ক , সিনেমাতে প্রেম করে?
২) অভিভাবক কে জানাতে কেন ভয় পায়?
৩) ওদের দেখা সাক্ষাৎ কেন লুকিয়ে করতে হয়?
৪) লোক জানাজানি হওয়ার বিষয়টিকে ভয় পায় কেন?

লোকলজ্জাকে ভয় পায়, মানে অবশ্যই ওটা খারাপ কাজ।আর একটা খারাপ কাজ কেন ইসলামে জায়েজ হবে? OF COURSE তা হারাম।

যারা এসব প্রেম-ট্রেম করে তারা দেখি অযথাই বাড়াবাড়ি কথা বলে প্রমাণ করতে চাই যে প্রেম করা ইসলামে জায়েজ, যেখানে কুরান-হাদিসে খুব clearly এই নোংরামীকে হারাম বলা হয়েছে। যেমন-

স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না

~(সূরা আল মায়িদা: আয়াত নং ৫)

আপনি বলে দিনঃ আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গোনাহ, অন্যায়-অত্যাচার আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা, তিনি যার কোন, সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জান না।

~(সূরা আল  আরাফ আয়াত নং ৩৩)

আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন-

একটি পুরুষ এবং একটি মহিলা নির্জনে একাকি থাকলে তাদের সাথে তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান উপস্থিত থাকে।

~(তিরমিজি শরিফের হাদিস)

তাই নারীপুরুষ নির্জনে একসাথে থাকা হারাম, তাহলে couple রা কিভাবে প্রেম করা জায়েজ ভাবতে পারে???

আল্লাহপাক কুরানে সুরা নুর এর ৩১ ও ৩২ নং আয়াতে নারী এবং পুরুষকে চোখের হেফাজত করতে বলেছেন, নন-মাহরামদের দেখা থেকে।

 ছেলেমেয়ে পরস্পরকে দেখাটাই জায়েজ নয় (ছেলেদের জন্য মা, দাদিমা্‌,নিজের বোন ইত্যাদি এবং মেয়েদের জন্য বাবা, দাদু, নিজের ভাই ইত্যাদি দের দেখা জায়েজ, কুরানে সম্পুর্ন লিস্ট আছে) ।অযথা দেখাই যায়েজ না আর প্রেম করা ??  হুঁহ….

আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।

~(সূরা বনী ইসরাঈল, আয়াত নং৩২)

কুরানে শুধুমাত্র জিনা বা ব্যাভিচারকে হারামই করেনি বরং এর কাছাকাছি যেতেও নিষেধ করা আছে।

মাত্র কয়েকটা আয়াত তুলে ধরলাম, আরও কত আয়াত আছে যে ছেলেমেয়ের অবাধ মেলামেশা হারাম তা প্রমানিত। আশাকরি এগুলোই এনাফ।

***********************************

প্রশ্নঃ যদি কাউকে ভালো লাগে তাহলে কি করবো?

উত্তরঃ যদি কাউকে ভালো লাগে কতকগুলি point আপনাকে মেনে চলতেই হবে according to Islam.

১)কাউকে ভাল লাগলে প্রেম করতে বিয়ের জন্য proposal দিতে হবে।
Reject হলে আর কোনও চান্স নেই আপনার আর accept হলে বিয়ের জন্য wait করতে হবে।

২)কোনও ভাবেই বিয়ের আগে একসাথে ঘোরা , touch করা জায়েজ নেই। (হাত ধরাও না)

***********************************

প্রশ্নঃ পবিত্র মনে কোনও খারাপ কাজ না করে just ভালোবাসা জায়েজ কিনা?

উত্তরঃ এটার উত্তর পরে দিচ্ছি তার আগে এটা বলেন –
এটার কি surety আছে যে একটা ছেলেমেয়ে মেলামেশা করবে তবু খারাপ কাজ করবে না??

যদি পবিত্র প্রেমের নামে ছেলেমেয়েদের মেলামেশা অবাধ হয় তাহলে ভাবুন সব প্রেমিক প্রেমিকারাই দাবী করবে যে তাদের প্রেম পবিত্র। তাতে করে আবাধ মেলামেশা বেড়েই চলবে ফলে মেয়েদের ভালবাসি বলে ঠকিয়ে rape case গুলো বেড়ে যাবে।

“বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পর বিয়ে করতে অস্বীকার” খবরের headline টা খুব বেশি পরিচিত ঠেকছে না?? খুব বেশিই । কারন একটাই সেটা হলঐ অবৈধ মেলামেশাটা যেটার শুরু হয়েছিল পবিত্র প্রেমের নাম দিয়ে ।

যেহেতু মানুষ মেলামেশা করলে নিজেকে control করতে না পেরে খারাপ কাজে জড়িয়ে পরবে তাই যার শেষ পরিনতি খারাপ (এত খারাপ যে মাঝে মাঝে জীবন নস্টও হতে দেখা যায়) সেটাকে আর সেটার starting point টাকে ইসলাম হারাম করে দিয়েছে। যাতে কোনও মেয়ে কারু খপ্পরে না পড়ে ।

ইসলাম অনুযায়ী ভালোভাবে মেলামেশাটাও হারাম । এটা মেনে  কোনও মেয়ে চললে কেউ তাকে ধোকা দেবার question এলোই না। আর এখানে তার সাথে কোনও খারাপ কাজ হওয়ার সম্ভাবনার পার্সেন্টেজ জিরো।

But এটা না মানার পরিণামটা শোনাই, একটু একটু করে মেলামেশাটা বাড়বেই যা আরও খারাপ দিকে যাবে। হতে পারে কেউ সুযোগ নিয়ে খারাপ কিছু করবে বা করবে না, এখানে সম্ভাবনা ১ থেকে ১০০ যা খুশি হতে পারে। কিন্তু শরিয়ত অনুযায়ী চললে তার কোনও tension রইল না।

May Allah (s.w.t)
Give us Hedayat and strength to walk on the right path.

(আমাদের ফেসবুক পেজে আসা প্রশ্নের ভিত্তিতে )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s