কাবা শরিফের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না?

কাবা শরিফের উপর দিয়ে নাকি পাখি উড়ে যেতে পারে না?

আমি ছোটবেলায় শুনেছিলাম, কেউ শুনেছেন এটা???  তাহলে বলি।

Kaaba-Photos-A-pigeon-sitting-in-Mataf-area-in-Masjid-al-Haram-Mecca-Makkah-Pictures

এসব ভুল information আর ভুল একটা বিশ্বাস । আজব আমাদের বিশ্বাস গুলো। কুরান হাদিস এত সুন্দর সুন্দর জিনিস থাকতে মানুষের রটানো গুজবে বেশি trust করি।

অন্য আর একটা কথা শোনাই—-

এমনও দিন আসবে যেদিন কাবা শরিফ ধ্বংশ হয়ে যাবে।

Bird On kaba

ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কাবা শরিফের উপর দুটি পাখি বসে আছে।

 

মুসনাদে আহমাদ শরিফে একটা হাদিস পেলাম যা আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্নিত যে রসুলুল্লাহ (সাঃ) কাবা ধ্বংশ হওয়ার কথা বলেছেন।

কোন এক আফ্রিকান রাজা কাবা দখল করবেন আর কাবার সব গিলাফ লুটে নেবেন। অবশ্য এটা হবে শেষ যুগের কোনো এক সময়ে।

আমরা মুসলমানরা হাদিস এবং কুরান থেকে দূরে চলে গেছি তাই আমরা অনেক পিছিয়ে পরেছি। আর শ্লোগান দিয়ে থাকি আমাদের এই অধিকার চাই, ওই সংখ্যালঘু অধিকার চাই। এই প্রবলেমটা কখনও solve হওয়ার নয়। যতদিন না আমরা ফিরে আসছি হাদিস কুরানে যতদিন না আমরা নিজেদেরকে না চালাচ্ছি রসুল (সাঃ) এর তরিকায়।

কেননা সৃষ্টিকর্তা আল্লাহর মনোনিত জীবনব্যবস্থা হল ইসলাম।

(a fb post by Sahid Choudhury)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s