মুহাম্মাদ (সাঃ) আগমণের ভবিষ্যৎবাণীওয়ালা হাতে লেখা পুরাতন বাইবেল উদ্ধার।

তুরস্কের পুলিশ 2000 সালে anti-smuggling অপারেশনের সময় পশুর চামড়ার উপর একটি হস্তলিখিত বাইবেল উদ্ধার করে।
এটি 2010 সাল পর্যন্ত কড়া পাহাড়ায় রাখা ছিল। অবশেষে Ankara Ethnography museum এ হস্তান্তরিত করা হয়। শীঘ্রই জনসাধারনের জন্য প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। পোপ বেনেডিক্ট তুর্কি সরকারের কাছে সদ্য আবিষ্কৃত বাইবেলটি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

মুহাম্মাদ (সাঃ) আগমণের ভবিষ্যৎবাণীওয়ালা পশুর চামড়ার উপর হস্তলিখিত পুরাতন বাইবেল উদ্ধার।

মুহাম্মাদ (সাঃ) আগমণের ভবিষ্যৎবাণীওয়ালা পশুর চামড়ার উপর হস্তলিখিত পুরাতন বাইবেল উদ্ধার।

তুর্কির সংস্কৃতি এবং পর্যটনমমন্ত্রী Ertugrul Gunay বলেন “বইটি গসপেলের একটি নির্ভরযোগ্য সংস্করণ হতে পারে, এর অনেক তথ্য এমন আছে যেগুলি খ্রিষ্টানসমাজ গোপন করেছে যার অধিকাংশই মুসলিম ধর্ম বিশ্বাসের সাথে পুরোপুরি মিলে যায়।”

ইসলাম ধর্মের মত এই বাইবেলটিতেও দেখা যাচ্ছে ঈশা (আঃ) কে ঈশ্বরের বদলে মানব হিসাবেই উল্লেখ করা হয়েছে। খ্রিষ্টানদের পবিত্র ত্রিত্ববাদ ও ক্রুশবিদ্ধকরণ অস্বীকার করা এবং মুহাম্মাদ সা আগমনের ভবীষ্যৎবাণী করা আছে।

গসপেলের একটি পরিচ্ছদে বলা হয়েছে তিনি বলেন, মসিহা মুহাম্মাদ নামে পরিচিত হইবেন। অন্য পরিচ্ছদে তিনি ঈসমাইল বংশোদ্ভুত এবং আরব অধিবাসী হবেন বলে উল্লেখ করা হয়েছে।

pop

পোপ বেনেডিক্ট তুর্কি সরকারের কাছে সদ্য আবিষ্কৃত বাইবেলটি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

অপরদিকে খ্রিষ্টানদের অনেকে সন্দেহ প্রকাশ করে বলেছেন এটি নির্ভেজাল হতে পারে না। মাত্র কয়েক শতক আগে 16শ শতাব্দীতে লিখিত।

ধর্মতত্বের অধ্যাপক ওমার ফারুক হারমান বলেন “উদ্ধারকৃত বাইবেলের কপিগুলির বৈজ্ঞানিক পরীক্ষা করলেই কত পুরাতন তার সত্যতা ধরা পরে যাবে।”

 

Source: http://www.dailymail.co.uk

One thought on “মুহাম্মাদ (সাঃ) আগমণের ভবিষ্যৎবাণীওয়ালা হাতে লেখা পুরাতন বাইবেল উদ্ধার।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s