সংঘী বা সংঘীবান্ধব মিডিয়া কর্মিরা মুসলিম দের প্রশ্ন করে থাকে
“তোমরা আগে মুসলিম না আগে ভারতীয়?”
উদ্দেশ্য হলো মুসলিম দের বিভ্রাটের মধ্যে ফেলা। তাদের দেশপ্রেম নিয়ে কটাক্ষ করা ।
উত্তর টা কিভাবে দেব?

‘আল্লাহ্র বিধানের ক্ষেত্রে আমি প্রথমে মুসলমান, পরে মুসলমান, শেষেও মুসলমান। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে আমি প্রথমে ভারতীয়, পরেও ভারতীয় এবং শেষেও ভারতীয়।’ – মাওলানা মুহাম্মদ আলী
যখন কেও এই প্রশ্ন আমাদের সামনে রাখবে তাকে বলুন
হিন্দুরা আগে হিন্দু না আগে ভারতীয়? যদি সে বলে আগে ভারতীয় তাহলে তাকে জিজ্ঞেস করুন
১) যখন গডসে গান্ধী কে হত্যাকরে তখন সে আগে ভারতীয় ছিল না আগে হিন্দু ছিল?
২) যখন আর এস এস গডসের মন্দির গড়তে চেয়েছিল তখন তারা আগে ভারতীয় ছিল না আগে হিন্দু ছিল?
৩) বাবরি মসজিদ কে যারা গুঁড়িয়ে দিল তারা আগে হিন্দু ছিল না ভারতীয় ছিল?
৪) যখন এস সি, এস টি, ও বিসি বি ক্যাটাগরি তে ২৯% সংরক্ষণ (২২*৬*১) দেওয়াহয় যেখানে তারা জনসংখ্যার অর্ধেক আর সংখ্যালঘু দের কিছু অংশের জন্য ওবিসি এ ক্যাটেগরি তে ১% সংরক্ষণ দেওয়া হয় সেটাকে যারা তোষণ বলে তারা প্রথমে হিন্দু না প্রথমে ভারতীয়?
৫) যারা গিতাকে পাঠ্যপুস্তক এর অন্তর্ভুক্ত করতে চায় তারা আগে হিন্দু না আগে ভারতীয়?
৬) যখন প্রধান মন্ত্রী বিদেশে গিয়ে সে সব দেশের রাষ্ট্রপ্রধান দের ভারতের ইতিহাস বা গান্ধীর জীবনী সংক্রান্ত বই না দিয়ে গিতা উপহার দেয় তিনি নিজেকে কি মনে করেন আগে হিন্দু না আগে ভারতীয়!
৭) যারা হিন্দুত্ববাদ ও দেশপ্রেম কে অভিন্ন ভেবে রাখে তারা আগে ভারতীয় না আগে হিন্দু
?
৮) যখন মিডিয়া মুসলিম দের দ্বারা কোন সন্ত্রাসী কর্মকান্ড দেশে বা বিদেশে ঘটনে একসপ্তাহ ধরে নিউজ করে অথচ দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ফ্ল্যাশ করেনা তারা প্রথমে হিন্দু না প্রথমে ভারতীয়?
৯) যখন শশী থারুর অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন তোলেন তখন তাকে পাকিস্তানি দালাল বলা হয়না কিন্তু শাহরুখ আমির তুলিলেই পাকিস্তানে যেতে বলে যে বা যারা তারা প্রথমে ভারতীয় না প্রথমে হিন্দু?
১০) কট্টরপন্থী ইসলামি জঙ্গি গোষ্ঠী গুলি নিষিদ্ধ করলেও আর এস এস, হিন্দু সেনা, ধর্ম সেনা দের যারা পুষে রাখে তারা আগে হিন্দু না আগে ভারতীয়?
১১) মহারাষ্ট্র, ইউপি,গুজরাট,হরিয়ানায় যখন গোমাংস খাওয়া নিষিদ্ধ হয় তখন সেসব রাজ্যের সরকাররা আগে হিন্দু না আগে ভারতীয়?
১২) গুজরাট, মুজাফফর নগর আসাম নিয়ে ভি এইচ পির নেতারা যখন গর্ব ভরে বক্তৃতা দেয় তখন তারা আগে হিন্দু না আগে ভারতীয়?
কোন ডাক্তারকে এই প্রশ্নটা করলে কেমন শোনাবে আপনি ডাক্তার আগে না ভারতীয় আগে?
কোন আমাশয় রোগাক্রান্ত শিক্ষককে প্রশ্ন করলে কেমন হবে আপনি রোগী আগে না শিক্ষক আগে?
এটার অর্থ এই নয় যে হিন্দুদের নিজ ধর্ম নিয়ে গর্ব করার কিছু নেই। অবশ্যই প্রতিটি ধার্মিক এর অধিকার আছে নিজের ধর্ম কে নিয়ে গর্ব করার। কিন্তু সেটা যেন অন্য ধর্মের উপর চাপ সৃষ্টি করে না হয়। কাওকে কি এই প্রশ্ন টা করতে দেখেছেন তুমি আগে ভারতীয় না আগে মানুষ?
এই প্রশ্নটাই গোলমেলে।
আমি একই সাথে মানুষ , মুসলিম ও ভারতীয় কোনটাই আগে পরে নয় সব গুলোই আমার নিজস্ব বৈশিষ্ট্য।
সবগুলিই সাইমালটেনিয়াসলি।
(sIasat.com ড: জাভেদ জামিলের লেখা অবলম্বনে, লেখাটি সর্বাধিক শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ)